English
মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
...

বিচারপতি গোলাম রাব্বানী ইন্তেকাল করেছেন

বিচারপতি গোলাম রাব্বানী। ফাইল ছবি

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২২, সোমবারঃ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী আজ সোমবার দুপুর পৌনে ১টায় ইন্তেকাল করেছেন। 

৮৫ বছর বয়সী এই প্রবীণ বিচারপতি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি গোলাম রাব্বানীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, গোলাম রাব্বানী ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের... বিচারক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। তিনি ২০০১ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগের বিচারক নিযুক্ত হয়ে ঠিক এক বছর পর ২০০২ সালের ১০ জানুয়ারি অবসর গ্রহণ করেন।

সাবেক এই বিচারপতি আইন পেশার পাশাপাশি ছিলেন একজন লেখক। আইন-সংবিধান নিয়ে বেশ কিছু বই লিখেছেন তিনি। যার মধ্যে সিপিসি অন্যতম। যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এছাড়া মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।




মন্তব্য

মন্তব্য করুন