English
মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
...

ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ত্রি-বার্ষিক সম্মেলন। ফাইল ছবি

ঢাকা, ১২ নভেম্বর, ২০২২, শনিবারঃ র্দীঘ ৮ বছর পর আজ ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে চাঙাভাব বিরাজ করছে দলটির নেতাকর্মীদের মাঝে।

জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এমপি। উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, সংরক্ষিত নারী... আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ।

এবারের সম্মেলনে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক কেউ প্রার্থী হননি। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে কেউ প্রার্থী হননি। তবে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করে বর্তমান কমিটির সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন (পুনিয়াউট), যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন ও জেলা শ্রমিক লীগের একাংশের সভাপতি কাউছার আহমেদ শহরের বিভিন্ন স্থানে বিলবোর্ড-ব্যানার টানিয়েছেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, আমি কোনো পদেই প্রার্থী নই। এটা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের ব্যাপার। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।




মন্তব্য

মন্তব্য করুন