English
মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
...

ফরিদপুরের ডিসির লিফলেট ও মাস্ক বিতরণ

করোনাভাইরাস সচেতনতা 

ঢাকা, ২০ মার্চ ২০২০, শুক্রবারঃ ফরিদপুরে করোনাভাইরাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে রাস্তায় রাস্তায় লিফলেট ও মাস্ক বিতরণ করছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর শহরের মুজিব সড়কে ঘুরে ঘুরে জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার আলিমুজ্জামান এসব লিফলেট ও মাস্ক পথচারীদের মাঝে বিতরণ করেন।  

জেলা প্রশাসক অতুল সরকার জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলেন, "নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে এবং অপ্রয়োজনে শিশুদের... ঘরের বাইরে আনা বিরত থাকতে হবে।" 

এ ছাড়া তিনি সকলকে শারীরিক কোনো সমস্যা দেখার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানান। এসময় করোনাভাইরাস প্রতিরোধে করোনা সম্পর্কে তাদের পরামর্শ জানতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ এগিয়ে এলে সরকারি এই দুই কর্মকর্তা সবাইকে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্লা, ট্রাফিক ইন্সপেক্টর ইলিয়াস হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ।




মন্তব্য

মন্তব্য করুন