English
মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
...

ইংরেজি নববর্ষে পাঠ্যবই উৎসব

শিশুদের পাঠ্যপুস্তক উৎসবের চিত্রঃ ছবি সূত্র বাসস

ইংরেজি নববর্ষে পাঠ্যবই উৎসব                                                                             ৩১ ডিসেম্বর ২০১৮, ঢাকা অফিস, শিক্ষা ডেস্কঃ প্রতি বছরের মত আগামীকাল মঙ্গলবার ১ জানুয়ারি ২০১৯ সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হবে। সকাল সাড়ে ৯টায় ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে কেন্দ্রীয়ভাবে এ উৎসবের উদ্বোধন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী... নুরুল ইসলাম নাহিদ।   

এবার সারাদেশে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত (কারিগরী ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান সহ) মোট শিক্ষার্থীর সংখ্যা ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন। আগামীকাল ১ জানুয়ারি ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ টি বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে ।

উল্লেখ্য প্রথমবারের মত এ বছর ২০১৮ সাল থেকেই দেশের ৫টি ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে বই বিতরণ শুরু হয়েছে। নতুন বছরে ৯৮ হাজার ১৪৪ জন শিক্ষার্থীর জন্য বিতরণ করা হবে ২ লাখ ৭৬ হাজার ৭৮৪ কপি বই। দৃষ্টিপ্রতিবন্ধী ৭৫০ জন শিক্ষার্থীর জন্য বিতরণ করা হবে ৫ হাজার ৮৫৭ কপি বই।




মন্তব্য

মন্তব্য করুন