ন্যাম সম্মেলন উদ্বোধনীতে প্রধানমন্ত্রী
- জাতীয় - সরকার
- ২৫ অক্টোবর ২০১৯ - ৪ বছর আগে
- পড়া হয়েছে - ১৮০৯০

নিউইয়র্ক, ২৫ অক্টোবর ২০১৯, শুক্রবার: আজারবাইজানের রাজধানী বাকুতে আজ শুরু হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় বাকু কংগ্রেস সেন্টারে উপস্হিত হলে তাঁকে স্বাগত জানান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম... এলিয়েভ। ন্যাম সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিতে ১২০টি উন্নয়নশীল রাষ্ট্রের ফোরাম ন্যাম সদস্য দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও সরকারি প্রতিনিধি সহযোগে বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারি হলে যান।এরপর ন্যাম সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের সাথে ফটো সেশনে ও যোগ দেন শেখ হাসিনা।

মন্তব্য