English
১৯ জুলাই ২০২৪
...

রিংকু দোয়া চাইতে গেলেন সাজেদা চৌধুরীর বাড়ি !

রিংকু দোয়া চাইতে গেলেন সাজেদা চৌধুরীর বাড়ি !

রিংকু দোয়া চাইতে গেলেন সাজেদা চৌধুরীর বাড়ি !
বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে,এম, ওবাইদুর রহমানের একমাত্র সন্তান বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক তরুন নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু ফরিদপুর - ২ আসনে (বৃহত্তর নগরকান্দা) বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকে ভোটের লড়াই করছেন।

তার পিতা যখন বিএনপির মহাসচিব সমসাময়িক কালে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বর্তমান জাতীয় সংসদের... উপনেতা বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী। আজ দুই প্রজন্মের এই দুই নারী শামা ওবায়েদ ও সৈয়দা সাজেদা চৌধুরীর মধ্যে নির্বাচনী প্রতিযোগিতা বেশ সাড়া ফেলে দিয়াছে ফরিদপুর এলাকায়।

গত শুক্রবার রিংকু যান সদলবলে দোয়া নিতে সৈয়দা সাজেদা চৌধুরীর বাড়িতে। সংসদ উপনেতা তখন ঘুমিয়ে ছিলেন। সাজেদা চৌধুরীর মেজো ছেলে সাজিদ আকবর রিংকুকে স্বাগত জানান। এ সময়   রিংকু সৈয়দা সাজেদা চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
মন্তব্য

মন্তব্য করুন