বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রধানমন্ত্রী
- জাতীয় - সরকার
- ০৭ মার্চ ২০১৯ - ৬ বছর আগে
- পড়া হয়েছে - ২৮০৮৭
ঢাকা, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯, সরকার ডেস্কঃ আজ ঐতিহাসিক ৭ই মার্চ, ১৯৭১ সালের গণআন্দোলনের ক্রান্তিলগ্নে উত্তাল গনজোয়ার সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদিন তৎকালীন রেসকোর্স ময়দান তথা আজকের সোহরাওয়ার্দী উদ্যানে লাখো বাঙ্গালীর সামনে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি আজকের স্বাধীনতা।
আজ সকালে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা... জানাতে জাতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেপ্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুসময় নিরবতা পালন করেন এবং তারপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
মন্তব্য