English
বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪
...

ফখরুল-আব্বাসের জামিন আবেদন, আগামীকাল শুনানি

মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার: আজ সকালে অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাসের পক্ষে পূনরায় জামিনের আবেদন করেছেন।ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী এ মামলায় জামিন আবেদনের ওপর... শুনানির জন্য আগামিকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।  

ইতোপূর্বে গত সোমবার ১২ ডিসেম্বর বিএনপির নেতৃবর্গের  জামিনের আবেদন করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন খারিজ করে দেন। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে  পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির অন্যান্য নেতা-কর্মীদের সাথে এই দুই শীর্ষ নেতাকেও গ্রেফতার করা হয়।




মন্তব্য

মন্তব্য করুন