English
মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩
...

বিএনপির সমাবেশ শুরু হতেই বন্ধ ইন্টারনেট

বিএনপি

ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২২,শনিবারঃ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ইন্টারনেটসেবা বন্ধ রয়েছে। আজ সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। তবে ১০টা থেকে ইন্টারনেটসেবা বন্ধ করে দেওয়া হয়।

এদিকে সমাবেশ শুরুর পর থেকে মাদরাসা মাঠসহ নগরীর অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ আছে। এসব এলাকার মোবাইল সেবাও ব্যাহত হচ্ছে। সংবাদ সংগ্রহে বেকায়দায় পড়েছেন সাংবাদিকরাও। তবে এটিকে সরকারের এক ধরনের বাধা হিসেবে দেখছেন... বিএনপির নেতারা।

বিএনপির সমাবেশস্থলের আশপাশে ঘুরে দেখা গেছে, "রাজশাহীর পাঠানপাড়া, সিপাইপাড়া, লক্ষ্মীপুর, ফায়ার সার্ভিসের মোড়, বর্নালী, নগরভবন এলাকায় কোনো ইন্টারনেট নেই। এমন কি এসব এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধাও বন্ধ করে রাখা আছে।"

রাজশাহী বিভাগীয় সমাবেশের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, "এ সরকার আমাদের সব কাজেই বাধা দিচ্ছে। ইন্টারনেট বন্ধও একটি বাধা। আমাদের সমাবেশ যাতে বিপুল পরিমাণে প্রচার না পায় এজন্য তারা ভয়ে বন্ধ করে রেখেছে।"

 
মন্তব্য

মন্তব্য করুন