A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to decode session object. Session has been destroyed

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home/globalbd/public_html/application/controllers/Home.php
Line: 8
Function: __construct

File: /home/globalbd/public_html/index.php
Line: 315
Function: require_once

ফরিদপুরে খোলা আকাশের নিচে বিএনপির নেতাকর্মীরা | গ্লোবাল বাংলা
English
বুধবার ২৩ অক্টোবর ২০২৪
...

ফরিদপুরে খোলা আকাশের নিচে বিএনপির নেতাকর্মীরা

ফাইল ছবি

ঢাকা, ১১ নভেম্বর, ২০২২,শুক্রবারঃ ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামীকাল শনিবার। গণপরিবহণ বন্ধের আশঙ্কায় তিন দিন আগে থেকেই দূর-দূরান্তের নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হয়েছেন।

বৃহস্পতিবার রাতটি তারা মাঠেই কাটিয়েছেন। আজকের রাতও খোলা আকাশের নিচেই কাটাতে হবে। বৃহস্পতিবার রাতেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশের মাঠ। শনিবার শুরু হবে সমাবেশের আনুষ্ঠানিকতা।

শহর থেকে ৬ কিলোমিটার দূরে কোমরপুরের আবদুল আজিজ ইনস্টিটিউট স্কুলমাঠে জনসভা হবে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় দেখা যায় পুরো মাঠে হোগলার চাটাই বিছানো। নেতাকর্মীরা কেউ শুয়ে আছেন, কেউ পাঁয়চারি করছেন। স্কুলের ভবন গুলোও লোকজনে পরিপূর্ণ।

কুয়াশার রাতে কষ্ট করে নেতাকর্মীরা জড়োসড়ো হয়ে শুয়ে-বসে রাত কাটিয়েছেন।... অনেকেই কানে মাফলার পেঁচিয়ে আছেন। যারা ঘুমোননি তারা একে অপরের সঙ্গে কথা বলে সময় কাটান।  কেন্দ্রীয় নেতারাও মাঠে ছিলেন। তাদের অনুপ্রেরণায় চাঙ্গা হয়ে আছেন সমাবেশে আসা কর্মী-সমর্থকরা।  জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা বলেন, আগত কারোরই চোখে ঘুম নেই। খোলা আকাশের নিচেই নেতাকর্মীরা রাতে অবস্থান করবে।

বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার বলেন, "শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ থেকে নেতাকর্মীরা এসেছে। এখনো দলে দলে আসছে।" জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা বলেন, "মাঠে আমাদের অনেক কাজ। এখানে আগত কারোরই চোখে ঘুম নেই। কেউ ঘুমাবেও না। সবারই দুই চোখে সরকার হটানোর স্বপ্ন।"  




মন্তব্য

মন্তব্য করুন