English
বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪
...

"নড়াইল এক্সপ্রেস" মাশরাফির নির্বাচনী প্রচারনা শুরু

"নড়াইল এক্সপ্রেস" মাশরাফির নির্বাচনী প্রচারনা শুরু

"নড়াইল এক্সপ্রেস" মাশরাফির নির্বাচনী প্রচারনা শুরু
২২ ডিসেম্বর, ঢাকা অফিস, নির্বাচন ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম আলোচিত প্রার্থী বর্তমান এক দিনের আন্তর্জাতিক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সদ্য ২০০ "এক দিনের আন্তর্জাতিক ম্যাচ" খেলে তিনি এখন ইতিহাসে নাম লিখিয়ে এবার জাতীয় সংসদ সদস্য হবার ভোট যুদ্ধে অবতীর্ণ ! আজ শনিবার সন্ধ্যায় "নড়াইল এক্সপ্রেস" খ্যাত এই তরুণ রাজনীতিবিদ স্বশরীরে নিজ এলাকায় আগমন করেন।

নড়াইল - ২ (লোহাগড়া ও সদরের... আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ঢাকা থেকে মাওয়া হয়ে কালনা ঘাটে পৌঁছালে হাজার হাজার কর্মী ও সমর্থকেরা তাকে শুভেচ্ছা জানায়। প্রথম বারের মত নির্বাচনী এলাকায় আগমন কালে কালনা ঘাট থেকে নড়াইল ১৮ কিলোমিটার পথ পাড়ি দিতে তার প্রায় ৫ ঘন্টা লেগে যায়। পতিমধ্যে ১৫/১৬ টি পথসভায় বক্তব্য রাখেন মাশরাফি। রাস্তায় সর্বত্র ছিল উপচে পড়া জনতার ঢল। যানজট ও মানুষের ভীড় সামলাতে পুলিশকে তাই বেশ বেগ পেতে হয়।





মন্তব্য

মন্তব্য করুন