English
বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪
...

বাংলাদেশে করোনা শনাক্তে নতুন রেকর্ড, মৃত্যু বেড়ে ৩৮৬

করোনাযুদ্ধ

ঢাকা, ২০ মে ২০২০, বুধবার: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হলেন সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১ হাজার ৬১৭ জন এবং এ রোগে মৃত্যুবরণ করেছেন আরো ১৬ জন।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক করোনা ভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি বিষয়ে বিষয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তাঁর দেয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মোট ৪৩টি ল্যাবে করোনা ভাইরাস কভিড-১৯ রোগী সনাক্তকরন প্রক্রিয়ায় ১১ হাজার ১৩৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং নমুনা পরীক্ষা সম্পন্ন হয় মোট ১০ হাজার ২০৮টি। এতে গত ২৪ ঘণ্টায় আজ মোট ১ হাজার ৬১৭ জনের দেহে করোনা শনাক্ত করা হয়। এযাবৎ কালে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্তে একদিনে এটাই সর্বোচ্চ রেকর্ড। যারফলে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৭৩৮ জনে।

অন্যদিকে, অসুস্থ্যদের উপযুক্ত সুচিকিৎসা দেবার ফলে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২১৪ জন সুস্থ্য হয়ে উঠেছেন। যার ফলে এযাবৎ মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেলেন ৫ হাজার ২০৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মোট... ১৬ জন মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে ১৩ জন পুরুষ ও ৩ জন নারী আর অবস্থান অনুসারে ঢাকায় ৭ জন এবং ঢাকার বাইরের ৯ জন। এতে দেশে করোনা রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৩৮৬ জন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ১৯ মে সারাদেশে করোনা ভাইরাস আক্রান্তে শনাক্ত হয়েছিলেন ১ হাজার ২৫১ জন এবং তার আগের দিন অর্থাৎ ১৮ মে সোমবার শনাক্ত করা হয়েছিল ১ হাজার ৬০২ জনকে আর গত রবিবার ১৭ মে শনাক্ত হয়েছিলেন ১ হাজার ২৭৩ জন। এছাড়াও গত শনিবার ১৬ মে ৯৩০ জন, গত শুক্রবার ১৫ মে ১ হাজার ২০২ জন, গত বৃহস্পতিবার ১৪ মে ১ হাজার ৪১ জন, গত বুধবার ১৩ মে ১ হাজার ১৬২ জন এবং গত মঙ্গলবার ১২ মে শনাক্ত হয়েছিলেন ৯৬৯ জন।

ডা. নাসিমা সুলতানা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, রমজানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম করা এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার সবিশেষ অনুরোধ জানিয়েছেন।




মন্তব্য

মন্তব্য করুন