English
শনিবার ২৫ মে ২০২৪
...

গণস্বাস্থ্য বিএসএমএমইউ'তে কিট জমা দিবে 

গণস্বাস্থ্য কিট

ঢাকা, ১২ মে ২০২০, মঙ্গলবার: গণস্বাস্থ্যে উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্ত কিটের কার্যকারিতা পরীক্ষাকরনের অনুমতিপত্র দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ আজ দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রকে একটি চিঠি দিয়েছে।

অত্র চিঠিতে পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা এবং পরীক্ষার জন্য ২০০টি কিট জমা দিতে বলেছে বিএসএমএমইউ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এ... কথা জানিয়েছেন। এখন এই প্রতিষ্ঠানের বহুল আলোচিত কিট পরীক্ষার ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, "এটা সরকারি খরচ এতে আমাদের কোনো আপত্তি নেই। দুপুর দুইটায় চিঠি আসায় আজকে ব্যাংকে টাকা জমা দিতে পারিনি, কাল বুধবার জমা দেবো।'

তিনি বলেন, একই সঙ্গে বিএসএমএমইউ কমিটি কার্যকারিতা পরীক্ষার জন্য দুইশত কিট চেয়েছেন সেটাও কাল এগারোটার মধ্যে পৌঁছে দেওয়া হবে।"
মন্তব্য

মন্তব্য করুন