ওয়ালিউর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জাতীয় - সরকার
- ০৯ মে ২০২০ - ৪ বছর আগে
- পড়া হয়েছে - ৩২৩৯২
ঢাকা, ৯ মে ২০২০, শনিবারঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ওয়ালিউর রহমান রেজার মৃত্যুতে আজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ এক শোক বার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, "ওয়ালিউর রহমানের মৃত্যুতে দেশ ও আওয়ামী লীগের অপূরণীয়... ক্ষতি হয়েছে।" আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ওয়ালিউর রহমান রেজার সহকর্মী ও স্বজনরা জানান, "আজ সকালে নিজ বাড়িতে শেস নিশ্বাস ত্যাগ করেন ওয়ালিউর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।" মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এদিকে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও পৃথক শোকবার্তায় ওয়ালিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মন্তব্য