দোকান খোলার নতুন সময়সীমা নির্ধারণ
- জাতীয় - প্রশাসন
- ২৭ এপ্রিল ২০২০ - ৩ বছর আগে
- পড়া হয়েছে - ২৫৬৭৩

ঢাকা, ২৭ এপ্রিল ২০২০, সোমবারঃ ঢাকা মহানগরীর নিত্যপণ্যের দোকানগুলো খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করে দিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এবং প্রতিষ্ঠিত রেস্টুরেন্টগুলো আগামীকাল থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রি করতে পারবেন।
তিনি জানান, "মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। সম্মানিত নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয়... দ্রবাদি ক্রয় করতে পারবেন।" তবে রেস্টুরেন্ট/রেঁস্তোরায় বসে ইফতার করতে করতে পারবেন না।
তিনি আরও বলেন, "কাঁচা বাজার ও সুপার শপসমূহ পূর্বের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ উদ্ভুত এ সংকট মোকাবেলায় সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে বলেও উল্লেখ করেন তিনি।"

মন্তব্য