কুড়িগ্রামে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ
- জাতীয় - সরকার
- ২৫ এপ্রিল ২০২০ - ৫ বছর আগে
- পড়া হয়েছে - ৩৩৭৯৪
ঢাকা, ২৫ এপ্রিল ২০২০, শনিবারঃ করোনা পরিস্থিতিতে অসহায়, দরিদ্র, শ্রমজীবী ১৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।
আজ প্রতিমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করেন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন তিনি। এ... সময় তিনি প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চালসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, "করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই মহাদুর্যোগে সবার সহযোগিতার জন্য সরকার পাশে আছে ও থাকবে। একজন মানুষও অনাহারে থাকবে না।"এ সময় চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য