আজ ভারত থেকে ১৬৪ জন দেশে ফিরেছেন
- জাতীয় - প্রশাসন
- ২২ এপ্রিল ২০২০ - ৩ বছর আগে
- পড়া হয়েছে - ২০৫৬০

ঢাকা, ২২ এপ্রিল ২০২০, বুধবারঃ করোনা প্রাদুর্ভাবের মধ্যে ভারতের চেন্নাইয়ে আটকেপড়া ১৬৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
চিকিৎসাসেবা নিতে গিয়ে আটকে লকডাউনে পড়া বাংলাদেশিদের মধ্য থেকে ভারতের চেন্নাই থেকে ফিরে এলেন ১৬৪ জন বাংলাদেশী। আজ বিকেল ৪ টার দিকে তাঁরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এর ফলে তিনটি ফ্লাইটে ৪৯৭ জন বাংলাদেশি নাগরিক... দেশে ফিরে আসতে সক্ষম হলেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের হাত থেকে দেশ বাঁচাতে গত ২৪ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করলে আড়াই হাজারের মত বাংলাদেশি আটকা পড়ে যান। আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও দুটি ফ্লাইট করে আরো বেশ কিছু মানুষকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন সরকার।

মন্তব্য