ড. বোরহান জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জাতীয় - সরকার
- ২৩ মার্চ ২০২০ - ৩ বছর আগে
- পড়া হয়েছে - ১৯১৪৮

ঢাকা, ২৩ মার্চ ২০২০, সোমবারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য একুশে পদকপ্রাপ্ত ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর (৮৪) আর নেই। আজ পৌনে ১২টার দিকে বার্ধ্যক্যজনিত কারণে ঢাকার গুলশানে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট এই শিক্ষাবিদের কর্মময় জীবন... আমাদের সকলকে অনুপ্রেরণা যুগিয়ে যাবে। প্রধানমন্ত্রী জাহাঙ্গীরের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।"
তার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন আলমগীর এমনি ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ শোকাত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য