English
বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪
...

আগামীকাল শপথ নিবেন ঢাকার মেয়রদ্বয় 

আতিকুল ইসলাম ও শেখ তাপস

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবারঃ আগামীকাল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরের শপথ অনুষ্ঠান অনু্ষ্ঠিত হবে।

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র যথাক্রমে আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস এবং দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড  ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান আগামীকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে অনু্ষ্ঠিত হবে।

প্রথমে দুই সিটি মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ... হাসিনা। এরপর দুই সিটি থেকে নির্বাচিত সাধারণ  ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি ও ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম পরবর্তী পাঁচ বছরের জন্য মেয়র নির্বাচিত হয়েছেন। আগামীকাল শপথ নিলেও মেয়রের চেয়ারে বসার জন্য আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের। 




মন্তব্য

মন্তব্য করুন