English
রবিবার ২৮ এপ্রিল ২০২৪
...

ছুটির মেয়াদ বাড়লো ৩০শে মে পর্যন্ত 

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

ঢাকা, ১৩ মে ২০২০, বুধবারঃ বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি ১৬ মে থেকে  আগামী ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো। আজ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, "ছুটির বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে। করোনা পরিস্থিতির অবনতি এবং অর্থনীতির কথা মাথায় রেখে এবারের ছুটির বিষয়ে সিদ্ধান্ত হয়। এ সময় যান চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সরকারি কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে।"

প্রতিমন্ত্রী বলেন, "ঈদের আগের চারদিন,... ঈদের দিন এবং পরের দুইদিন যানচলাচল নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নজর রাখবে আইন শৃঙ্খলাবাহিনী। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মাচারিদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে।"

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চতুর্থ ধাপে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। পরে পঞ্চম ধাপে তা আরো বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়। তারপর ষষ্ঠ ধাপে ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। এবার সপ্তম ধাপে ছুটি বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হলো। 




মন্তব্য

মন্তব্য করুন