English
রবিবার ২৮ এপ্রিল ২০২৪
...

দুঃস্থ ও দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসুনঃ রাষ্ট্রপতি    

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

ঢাকা, ২৫ এপ্রিল ২০২০, শনিবারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ করোনা পরিস্থিতিতে সমাজের স্বচ্ছল জনগোষ্ঠীকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করে দুঃস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বিশ্বব্যাপী এ মহামারীর ফলে এ বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভাবে পালিত হবে উল্লেখ করে রাষ্ট্রপতি নিজ নিজ ঘরে ইবাদত বন্দেগী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি অশেষ বরকত, মাগফিরাত ও... নাজাতের এ মাসে মহান আল্লাহ্‌র নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ কাজে লাগিয়ে রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে ছড়িয়ে দেবার আহ্বান জানান। 

তিনি বলেন, "সিয়াম ধনী-গরীব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবেন এ প্রত্যাশা করি"।




মন্তব্য

মন্তব্য করুন