English
শনিবার ২৭ জুলাই ২০২৪
...

করোনায় মৃত্যু: বিশ্বব্যাপী ২ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে 

করোনা যুদ্ধ:

ঢাকা, ১৩ মে ২০২০, বুধবারঃ চীনে প্রথম করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট ২ লাখ ৯০ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে।

এএফপি বিশ্বের বিভিন্ন দেশের সররকারি সূত্রে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে একথা জানিয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়েছে।

এরপরের অবস্থানে... থাকা ব্রিটেনে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩২ হাজার ৬৯২ জনে, ইতালিতে ৩০ হাজার ৯১১ জনে এবং স্পেনে ২৬ হাজার ৯২০ জনে দাঁড়িয়েছে। কেবলমাত্র ইউরোপের দেশগুলোতে করোনায় ১ লাখ ৫৯ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।




মন্তব্য

মন্তব্য করুন