English
০৮ নভেম্বর ২০২৪
...

করোনায় ফ্রান্সে আরো ৭৬২ জন মারা গেল

করোনা ভাইরাস

ঢাকা, ১৫ এপ্রিল ২০২০, বুধবারঃ ফ্রান্সে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৭২৯ জনে। খবর এএফপি’র।

ফরাসী স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মি. জারোম সালোমন সাংবাদিকদের বলেন, "ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লাখ ছাড়িয়েছে। তবে, পর পর ৬ দিনের মতো আইসিইউতে রোগীর সংখ্যা ৯১ জন কমে এখন ৬ হাজার ৭৩০ জন।" সালোমন বলেন, "নতুন করে মৃতের সংখ্যা অনেক বাড়লেও সর্বশেষ উপাত্ত অনুসারে, ফ্রান্সের মাসব্যাপী লকডাউন আরোপের সফলতা আসা শুরু করেছে।" তবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার গতিকে রুখে দেবার এ সাফল্যের মূলে লকডাউন করার মত উদ্যোগকেই প্রাধান্য দেন তিনি।

গত সোমবার দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মহামারী সর্বগ্রাসী এ রোগের বিস্তার স্থিতিশীল রয়েছে বলে জাতির উদ্দেশ্যে ঘোষণা দেবার পরেও নতুন করে এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু জাতিকে হতাশা থেকে মুক্তি দিতে পারছেনা।... প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দেশের জনসাধারণকে উজ্জীবিত করার উদ্দেশ্যে এও বলেছিলেন যে, আগামী মাস অর্থ্যাৎ মে'র ১ তারিখ থেকে সরকার লকডাউন শিথিল করে দেবার কথা বিবেচনা করছে। তবে, কোভিড-১৯ ভাইরাস নির্মূলের দীর্ঘমেয়াদী একমাত্র সমাধান হিসাবে ভ্যাক্সিন আবিষ্কার করার কার্যকরী উদ্যোগ নেবার উপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে, লকডাউন কার্যক্রম শিথিল করার বিধান কিভাবে চালু করছে ফরাসী সরকার এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফি কাস্টেনার অবশ্য বলেছেন, "এই শিথিল করা সম্পূর্ণ নির্ভর করছে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতির অব্যাহত ইতিবাচক প্রবণতার ওপর।" বর্তমান ফ্রান্সে দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে বাড়তে এখন ১ লাখ ৩ হাজার ৫৭৩ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ করা যেতে পারে, সারাবিশ্বে কভিড - ১৯ করোনাভাইরাসে এ পর্যন্ত  আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ৫৫১ জন, মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬৮৬ জন আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৯০২ জন।




মন্তব্য

মন্তব্য করুন