English
বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪
...

অভিনেতা টেলিসামাদ গুরুতর অসুস্থ

অভিনেতা টেলিসামাদ গুরুতর অসুস্থ

অভিনেতা টেলিসামাদ গুরুতর অসুস্থ
গ্লোবাল বাংলা, ঢাকা অফিস, বিনোদন ডেস্কঃ ২৩ ডিসেম্বর, ২০১৮
অত্যন্ত জনপ্রিয় অভিনেতা টেলিসামাদ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। পারিবারিক সূত্রে জানা যায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে বিশেষ চিকিৎসা সেবা দেবার পরেও তেমন কোন উন্নতি না হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর বয়স ৭৩ বছর।

মুন্সীগঞ্জের সন্তান এই খ্যাতিমান অভিনেতা প্রায় ৬০০ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। "কার বৌ" ছবি দিয়ে যাত্রা শুরু হলেও সদ্য প্রয়াত... দেশবরেণ্য চিত্র পরিচালক আমজাদ হোসেন পরিচালিত এবং ফারুক - ববিতা জুটি অভিনীত নয়ন মনি সিনেমা অন্যান্যদের পাশাপাশি টেলি সামাদকেও বিশেষ জনপ্রিয় করে তোলে। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ নাটকের সাথে সাথে অভিনয় ছাড়াও তিনি চিত্র প্রযোজনা এবং সংগীত চর্চা করতেন। টেলি সামাদ অভিনীত সিনেমার মধ্যে বড় বৌ, সুজন সখি, গোলাপী এখন ট্রেনে, অশিক্ষিত, তুফান, দিন যায় কথা থাকে, নয়নের আলো, আমেরিকান অভিনেতা জন নেপিয়ার এডামস অভিনীত বিখ্যাত ছবি - দি ফাদার, অভাগী, বাদশাহ, মতি মহল, লাইলী মজনু, মায়ের আঁচল, আলিফ লায়লা, মাটির ঘর ইত্যাদি উল্লেখযোগ্য।




মন্তব্য

মন্তব্য করুন