English
১৩ সেপ্টেম্বর ২০২৪
...

ইউক্রেনকে ৪০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

ঢাকা, ১১ নভেম্বর, ২০২২,শুক্রবারঃ যুক্তরাষ্ট্র নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে আরও ৪০ কোটি ডলার মূল্যের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পেন্টাগন এমন ঘোষণা দিয়েছে

পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং নতুন সহায়তার বিষয়ে বলেন, "ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর নির্মম ও নৃশংস হামলা চালাচ্ছে রাশিয়া। এ হামলা ঠেকাতে কিয়েভের... জন্য আরও বিমান প্রতিরক্ষাব্যবস্থা দেওয়া গুরুত্বপূর্ণ।"

যুক্তরাষ্ট্র ঘোষিত প্যাকেজে রয়েছে চারটি স্বল্পপাল্লার, অতিগতির অ্যাভেঞ্জার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে। এ ছাড়া এইচএডব্লিউকে ক্ষেপণাস্ত্র রয়েছে, যা স্পেন সরবরাহ করতে সম্মত হয়েছে। এ প্যাকেজের আওতায় কামান, মর্টার এবং প্রচুর গোলাবারুদ ইউক্রেনকে দেওয়া হচ্ছে।  এই সহায়তার আশ্বাসে খুশি ইউক্রেন।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকান জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।




মন্তব্য

মন্তব্য করুন