English
শনিবার ২৫ মে ২০২৪
...

মৃত্যুর সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেলো যুক্তরাষ্ট্রে

করোনা ভাইরাস

ঢাকা, ১ এপ্রিল ২০২০, বুধবারঃ যুক্তরাষ্ট্রে যেদিন করোনায় মৃত্যু সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেলো ঠিক সেদিনই নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক ও ইউএস ওপেন টেনিস টুর্ণামেন্ট ভবনে প্রস্তুত করা হলো জরুরি হাসপাতাল। ভয়াবহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে মারা গেছে প্রায় এক হাজার লোক।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, "দেশের জন্যে খুবই বেদনাদায়ক আরো দু’সপ্তাহ অপেক্ষা করছে।" যদিও ইতোমধ্যে আমেরিকার বাণিজ্যিক রাজধানী এই নিউইয়র্কে করোনা রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে স্থান... সংকুলান হচ্ছে না। তাই ম্যানহাটনের আইকনিক পার্কে ৬৪ শয্যা ও ১০টি ভেন্টিলেটার সহযোগে কয়েক ডজন তাঁবু স্থাপন করা হয়েছে।

জন হপকিন্স ইউনিভার্সিটির হিসেব মতে, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ১৭২ জনে এবং মারা গেছে ৩ হাজার ৮৭৩ জন। মৃতের এ সংখ্যা চীনের চেয়েও বেশি। মেয়র বিল ডি ব্লাসিও মঙ্গলবার এনবিসিকে হাসপাতালে স্থান সংকুলান নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, "এই পরিস্থিতি আমরা কল্পনাও করতে পারিনি।"
মন্তব্য

মন্তব্য করুন